ওয়েব ডিজাইন অথবা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে আগ্রহী কিন্তু অনলাইনে সেরকম রিসোর্স খুজে পাচ্ছেন না! তাহলে নিম্মোক্ত ৬ টি অসাধারন রিসোর্স আপনি অনুসরণ করতে পারেন

১। W3Schools: এ সাইটটি মূলত একটি জনপ্রিয় টিউটোরিয়াল সাইট। যে সাইটটিতে আপনি শিখতে পারবেন ওয়েব ডিজাইন এর জন্য HTML, CSS, JAVA SCRIPT, JQUERY সহ নানা ধরনের ওয়েব প্রোগ্রামিং ল্যাংগুয়েজ।

সাইটটিতে প্রবেশ করতে ক্লিক করুন:
http://www.w3Schools.com

২. 1stWebDesigner: আর একটি জনপ্রিয় Web ডিজাইন শেখার সাইট হচ্ছে 1stWebDesigner। যে সাইটটির মাধ্যমে আপনি খুব সহজেই শিখতে পারবেন Web Template ডিজাইন করার কলা কৌশল।
সাইটটিতে প্রবেশ করতে ক্লিক করুন:

৩.Afterhoursprogramming- এসাইটটির মাধ্যমে মূলত আপনারা শিখতে পারবেন ওয়েব ডিজাইনের মৌলিক বিষয়গুলো ছাড়াও কিভাবে ওয়েব প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহার করে নানা ধরনের আকর্ষনীয় ওয়েব সাইট তৈরি করতে পারেন তার নানা ধরনের কলা কৌশল।
সাইটটিতে প্রবেশ করতে ক্লিক করুন:

৪.Codecademy:  এটি এমন একটি লারনিং সাইট যেখান থেকে আপনি বিনাখরচে ওয়েব ডেভেলোপিং এর জন্য HTML, CSS, Ruby, Python, JavaScript, jQuery এর উপর নানা ধরনের টিউটোরিয়াল দেখতে পারবেন।
সাইটটিতে প্রবেশ করতে ক্লিক করুন:

৫.Code.tutsplus সাইটটির মাধ্যমে আপনি শিখতে পারবেন PHP, HTML, CSS, JavaScript, jQuery এর উপর নানা টিউটোরিয়াল।

সাইটটিতে প্রবেশ করতে ক্লিক করুন:

৬.Speckyboy এ সাইটটি ওয়েব টেমপ্লেট মেকিং শেখার জন্য একটি চমৎকার সাইট।
সাইটটিতে প্রবেশ করতে ক্লিক করুন:


সকলকে আন্তরিক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।

মন্তব্যসমূহ