গুগল সার্চ ইঞ্জিনকে ব্যবহার করার নানা ধরনের কৌশল

সুপ্রিয় পাঠকবৃন্দ আপনাদের সকলকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো যে কিভাবে আপনারা জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল এ আপনাদের প্রয়োজন মত নানা ধরনের এডভান্সড কৌশল ব্যবহার করে সার্চ করতে পারেন।
আসলে মূল কথা হলো বর্তমান এ প্রযুক্তির যুগে আমরা সকলেই আমাদের কাঙ্খিত সাফল্য খুব অল্প সময়ে অর্জন করতে চাই নানা ধরনের প্রযুক্তির সাহায্যে। আর সাফল্য অর্জনের এ প্রচেষ্টায় আমাদেরকে প্রতিনিয়তই নানা ধরনের তথ্য খুজে পেতে ইন্টারনেটের মাধ্যমে নানা ধরনের সার্চ ইঞ্জিন
এর সহায়তা নিতে হয়। আর যখন কোন সার্চ ইঞ্জিন এর কথা আসে তখন প্রথমেই আসে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল এর কথা। আর তাই আজ আমি আপনাদের সামনে এই Google Search Engine এর নানা ধরনের Search পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করছি ।

১. Calculation: আমরা প্রয়োজনে বিভিন্ন ধরনের হিসাব নিকাশ এর কাজ যেমন যেমন : যোগ, বিয়োগ, গুন, ভাগ ইত্যাদির কাজে google Search Engine কে করতে পারব। এর জন্য আমাদের কোন Extra Calculator প্রয়োজন হবে না ।আমরা আমাদের গুগল সার্চ ইঞ্জিনে গিয়ে google calculator কথাটি লিখে ‍search দিলেই google calculator চলে আসবে এবং এর মাধ্যমে আমরা আমাদের প্রয়োজনীয় হিসাব নিকাশ করতে পাববো।
২. Safe Search: আমরা যদি google search Engine এর মাধ্যমে Search কৃত ফলাফল গুলোর মধ্যে থেকে কোন ধরনের আপত্তিকর কোন কিছু সহজেই এড়িয়ে যেতে চাই তাহলে আমারা google search Engine এর সেটিংস এ গিয়ে তার পর search setting এ গিয়ে তা নির্ধারন করে দিতে পারি।
৩. Double quotation: আমরা যদি কোন search কৃত word এর ১০০% Result পেতে চাই তাহলে আমরা Double quotation ব্যবহার করতে পারি। অর্থাৎ এক্ষেত্রে আমাদেরকে (“ঠিক এই খানে”) Double quotation এর মাঝখানে আমাদের কাঙ্খিত ওয়ার্ড দিয়ে google search Engine এ search দিতে হবে।
৪. Link: আমরা google search Engine কে ব্যবহার করে আমাদের প্রয়োজনীয় বিভিন্ন ধরনের web site এর কতগুলি লিঙ্ক আছে এবং তারা কি কি অনলাইন সার্ভিস এর সাথে জরিত আছে এবং তাদের লিঙ্ক কোথায় কোথায় আছে সব জানতে পারবেন । আর এ জন্য আপনাকে google search Engine এ গিয়ে লিখতে হবে: link: কথা টুকুর পর আপনার কাঙ্খিত web site এ নাম যেমন : link: www.facebook.com। 
৫.  Aro(~): আমরা আমাদের প্রয়োজনে google search Engine নানা ধরনের ওয়ার্ড দিয়ে ‍ search করে থাকি আর এর মাধ্যমে সেই ওয়ার্ড লেখা আছে এই রকম Site আমাদের সামনে চলে আসে। কিন্তু আমরা যদি সেই ওয়ার্ড এর বিপরিত প্রতিশব্দ বা synonym দিয়ে Site গুলো দেখতে চাই তাহলে তা দেখার জন্য আমরা এই Aro (~) Use করব সেই word এর পূর্বে।
৬. Time city: এর মাধ্যমে আমরা আমার যে কোন দেশের সময় জানতে পারি। যেমম time Dhaka এর মাধ্যমে আমরা আমাদের দেশের রাজধানী ঢাকার সময় জানতে পারি। 
৭. OR: আমরা যদি কোন দুটো প্রোডাক্ট এর মধ্যে যে কোন একটি প্রোডাক্ট হলেই চলবে এরকম ‍ search করতে চাই তাহলে আমরা OR ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি laptop বা tablet এর মধ্যে যে কোন একটির ফলাফল কে দেখতে চাই তাহলে আমরা ব্যবাহার করতে পারি laptop OR table কথাটি।
৮. Weather: এর মাধ্যমে আমরা যে কোন দেশ বা শহরের আবহাওয়া জানতে পারব। যেমম weather dhaka এর মাধ্যমে আমরা আমাদের দেশের রাজধানী ঢাকার Weather কেমন আছে তা জানতে পারি।
৯. spell:word: এর এর মাধ্যমে আমরা যে কোন ওয়ার্ড এর সঠিক Spell কি তা জানতে পারি।
১০. Like same web site: আমরা যদি একটি ওয়েব সাইট এর সাথে কাজের দ্বারা এক এই রকম আর কি কি ওয়েব সাইট আছে তা দেখতে চাই তহলে ব্যবহার করতে পারি like: দিয়ে আমাদের ওয়েব সাইট এর নাম যেমন: like:www.alherabd.com সূত্রটি।
সকলকে আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ এবং সেই সাথে নানা ধরনের আইটি রিলেটেড তথ্য পাবার জন্য আমাদের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য আমন্ত্রন।

মন্তব্যসমূহ