ফ্রিল্যান্সিং জবে বিড জেতার কার্যকর উপায় (ভিডিও টিউটোরিয়াল)

অনেকেই ফ্রিল্যান্সিং সাইটে বিড করেও কাজ পাচ্ছেন না, ফ্রিল্যান্সিং সাইটসমূহে কাজ পাওয়ার প্রধান ২টি উপায় হচ্ছে, আপনাকে নিদ্দিষ্ট সেগমেন্টে কাজে দক্ষ হতে হবে এবং প্রোফাইলকে প্রফেশনালমানের করতে হবে।
অনেকেই ভাল কাজ জানেন, কিন্তু সুন্দর প্রোফাইল না থাকার কারনে বিড জিততে পারেন না, এ ভিডিও টিউটোরিয়ালে আমি ফ্রিল্যান্সিং সাইটে সহজে বিড জেতার উপায় ও বিস্তারিত গাইডলাইন দিয়েছি। আশা করি
নুতন ফ্রিল্যান্সারদের কাজে লাগবে।


মন্তব্যসমূহ