ভিডিও মার্কেটিং, অনলাইন মার্কেটিং এর শক্তিসালী ও কার্যকর উপায়

পণ্য বিপণনের ক্ষেত্রে অন্যান্য সকল মাধ্যমের চাইতে ভিডিও মাধ্যম অনেক জনপ্রিয়। শুরুর দিকে ভিডিও চিত্র (চলচ্চিত্র) শুধু বিনোদন মাধ্যম হিসেবে দেখলেও বর্তমানে পণ্য বিপণন (মার্কেটিং)ও শিক্ষার অন্যতম সেরা উপকরণ হিসেবে ভিডিও চিত্রের ব্যপকতা লক্ষ্য করা যায়।
একটি পণ্যকে অতি অল্প সময়ে (কয়েক সেকেন্ড) ভোক্তার নিকট পরিচয় করিয়ে দেওয়া যায় বলে বর্তমানে বিপণনের একটি শক্তিশালী ভাষা বিজ্ঞাপন চিত্র কিংবা ভিডিও মার্কেটিং। টেলিভিশন ব্যতিত বর্তমানে
ইন্টারনেটেও ভিডিও মার্কেটিং এর ব্যপকতা লক্ষ্য করা যায়।
শুধু তাই নয় বর্তমানে ইন্টারনেটে ভিডিও মার্কেটিং এর মধ্যমে আয়ও করা সম্ভব। কারন যে কেউ চাইলেই ভিডিও চিত্র তৈরি করে ইন্টারনেটে মার্কেটিং করতে পারেন।
।। ভিডিও মার্কেটিং এর ধরন ।।
সরাসরি পণ্যর ভিডিও চিত্রের মার্কেটিং না করেও দর্শক কে আকৃষ্ট করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ন ইন্টারভিউ, গুরুত্বপূর্ন স্থাপত্যের ভিডিও চিত্র, শিক্ষা মূলক, ভিডিও টিউটোরিয়াল, বিনোদন ইত্যাদি ভিডিও চিত্রের মাধ্যমে যে কেউ অনায়েসেই আয় করতে পারেন। যেমন, একটি গুরুত্বপূর্ন ভিডিও ইউটিউবে আপলোড করা হয়েছে যেখানে অনেক ভিজিটর, গুগল অ্যাডসেন্স থাকলে উক্ত ভিডিওতে গুগল কিছু এ্যাড দিয়ে থাকে উক্ত অ্যাড গুলোতে ক্লিক প্রতি কমিশন পাওয়া যায়। এছাড়া বিভিন্ন বিষয়ের উপর ভিডিও তৈরি করে উক্ত ভিডিওতে পপ আপ এর মাধ্যমে বিভিন্ন পন্যের বিজ্ঞাপন দিয়ে এককালীন টাকা আয় করা সম্ভব। বর্তমানে পণ্য বিপণনের ক্ষেত্রে যেমন ভিডিও চিত্রের ব্যপকতা লক্ষ্য করা যায় সেই সাথে ইন্টারনেটেও ভিডিও দেখার প্রচলন দিন দিন বেড়েই চলেছে।
-জাহাঙ্গীর সরকার

মন্তব্যসমূহ