
সুপ্রিয় পাঠকবৃন্দ আসসালা মু আলাই কুম। আল-হেরা মাল্টিমিডিয়ার পক্ষথেকে আপনাদের সকলকে জানাচ্ছি প্রানঢালা শুভেচ্ছা।
আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। তো চলুন এবার মূল কথায় আশি। অসলে SEO Checker টুলস অনলাইনে যারা ওয়েব সাইট নিয়ে ঘাটাঘাটি করে বিশেষ করে যারা SEO এর কাজ করে থাকে তাদের জন্য একটি গুরুত্বপূর্ন টুলস। আসলে আমরা প্রতিনিয়তই নানা ধরনের ওয়েব সাইটটে প্রবেশ করি নানা ধরনের কাজের জন্য। অনেক সময় অনেক ভালো
মানের ওয়েব সাইটে প্রবেশ করলে আমাদের অনেক সময় ঐ ওয়েব সাইট কিভাবে অনপেজ এসইও করে বা গুগলে তাদের কতগুলো ব্যাকলিংক রয়েছে ইত্যাদি তথ্য জানতে ইচ্ছে করে। মূলত এই tool টি SEOMoz এবং গুগল থেকে নানা ধরনের ডাটা কালেক্ট করে আপনাকে আপনার পুরও ওয়েবপেজ এর ভিউ দিবে অর্থাৎ এর মাধ্যমে আপনি আপনার সাইট এর বর্তমান অবস্থা খুব সহজেই বুঝতে পারবেন এবং এই পুরো কাজটি আপনি সম্পূর্ণ ফ্রীতে করতে পারবেন।আর আপনি যদি যে কোন ধরনের ওয়েব সাইটের তথ্য যানতে চান তাহলে আপনাকে ওয়েব এসইও চেকার সাইটে প্রবেশ করে নির্দিষ্ট ইউ আর এল এর যায়গায় আপনার পছন্দনীয় সাইটের নাম দিয়ে এন্টার দিলে আপনি ঐ সাইটের কতগুলো ব্যাকলিংক রয়েছে, তারা কিভাবে অনপেজ এসইও করে ইত্যাদি তথ্য যানতে পারবেন এবং তার উপর ভিত্তি করে সে ওয়েব সাইটের মান সম্পর্কে জানতে পারবেন।
আপনি যদি এখনই ওয়েব SEO Checker সাইটে প্রবেশ করে আপনার কাঙ্খিত সাইটের তথ্য জানতে চান তবে এখনই প্রবেশ করুন নিচের লিংকটিতে।
সকলকে ধন্যবাদ এবং সকলের সুস্বাস্থ এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন